আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পু¯িÍগাছা বাজার সংলগ্ম লালন ভক্ত মমিনশাহ্ বাবার দরবার শলীফে গত সোমবার সারারাত ব্যাপি “বাৎসরিক সাধুসেবা ও লালগীতি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি বিজিএমই এর সদস্য মো: লুৎফর রহমান শান্ত।
লালন ভক্ত মমিনশাহ্ বাবার দরবার শলীফের সাধারন সম্পাদক মো: মোনায়েন খান সার্বিক সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোবাররক হোসেন পান্না, দেবোত্তর ইউনিয়ন আও.লীগের সভাপতি শ্রী নিখিল কুমার শাহা, কয়রাবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিÿক জিলøুর রহমান,
দেবোত্তর ইউনিয়ন আও.লীগের সহ-সভাপতি গোলাম মওলা হেলাল, ৮নং ওয়ার্ড আও.লীগের সভাপতি বাছেদুর রহমান, উপজেলা হিসাব রÿণ কর্মকর্তা (অব:) রিকাত হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি মুক্তার হোন ঠান্টু , ৪নং ওয়ার্ড আও.লীগের সভাপতি রফিক উদ্দিন,ভাইস চেয়ারম্যান আবু নছর প্রমূখ। কুষ্টিয়া লালন একাডেমিকের শিল্পী নুশরাত জাহান নুপুর, কাজল রেখা এবং স্থানীয় শিল্পীবৃন্দ উক্ত লালন ভক্ত মমিনিশাহ্ বাবার দরবার শরীফে গান পরিবেশন করেন। উক্ত সাংস্কৃকিত অনুষ্ঠানে ভক্ত শ্রোতাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।