নিজস্ব সংবাদদাতা : পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিনের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের পর প্রভাত ফেরী বের করা হয়। পরে বিদ্যালয় চত্বরে শহীদ মিনারে বিদ্যালয়ের সভাপতি ও মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইন্তাজ আলী খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন স্বাগত বক্তব্য রাখেন। এ’ছাড়া সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম, সহকারি শিক্ষক (শরীর চর্চা) মোঃ জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে দিনের তাৎপর্য বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও পুরুস্কার বিতরণ করা হয়।
শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ দিনের উপর বিভিন্ন কবিতা, ছোট গল্প, ছড়া সন্নিবেশিত করে সহকারি শিক্ষক সুরভী ইয়াসমিনের সম্পাদনায় ত্রৈমাসিক দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে।