আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ মো: ইশারত আলী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার দুপুরে আটঘরিয়া উপজেলা রির্টানিং অফিসার মো: সিরাজুল ইসলামের কাছে তার মনোনয়নপত্র জমা করেন।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল, ডেঙ্গারগ্রাম ডিগ্রী কলেজের অধ্যাপক আক্কাস আলী, চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আলিম, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম। ইশারত আলী তিনবার চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।