আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : আটঘরিয়ার চন্ডিপাশা গ্রামে দুঃসাহসিক গরু চুরির ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার উপজেলার একদন্ত ইউনিয়নের চন্ডিপাশা গ্রামের আজাহার আলী ওরফে আজার বাড়িতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঐদিন রাত ১ টার দিকে সংঘবদ্ধ চোরের দল উক্ত ব্যক্তির গোয়ালঘর থেকে অস্ট্রেলিয়ান ৩ টি গাভি কাভার ভ্যানে করে তোলার সময় বাড়ির মালিক টের পায়।
এ সময় বাড়ির মালিকের চিৎকারে আসে পাশের লোকজন জড় হলে দুটি গরু ফেলে একটি গাভি নিয়ে পালিয়ে যায়। বাড়ির মালিক আজাহার আলী জানান, আমি রাত ১ টার দিকে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। তারপর বাহিরে এসে দেখি চোরেরা রা¯Íার উপর গাড়ি ঠেকিয়ে গরু উঠাচ্ছে। আমার চিৎকারে চোরেরা অস্ত্রের ভয় দেখিয়ে দেড় লÿ টাকার ১ টি গাভি নিয়ে চম্পট দেয়।