আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি কেন্দ্রে ১১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত। নকলমুক্ত ও সুষ্ঠ পরিবেশের মধ্য দিয়ে এই তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।
আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আতাউর রহমান জানান, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে মোট ৬টি কলেজের থেকে মোট ৫৮২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে দেবোত্তর ডিগ্রী কলেজ থেকে জেনারেল শাখায় ১৪৭ জন, বিএম শাখা থেকে ৮৬ জন, পারখিদিরপুর ডিগ্রী কলেজ থেকে ১৪১ জন, খিদিরপুর ডিগ্রী কলেজ থেকে ১২৬ জন, এর মধ্যে জেনারেলল শাখা থেকে ৭৩ জন, বিএম শাখা থেকে ৫৩ জন,
ইশারত আলী স্কুল এ্যান্ড কলেজ থেকে ২৬ জন, বেরুয়ান মহিলা কলেজ থেকে ২৬ জন, টেবুনিয়া মহিলা কলেজ থেকে ৩২ জন এবং অনুপস্থিত ৩ জন। দেবোত্তর ডিগ্রী কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ মো: সাইদুর রহমান জানান, এই কেন্দ্রে জেনারেল শাখা থেকে ৪৯০ জন, বিএম শাখা থেকে ১৩৭ জন পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে অনুপস্থিত ৬ জন, এবং চাঁদভা ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ সচিব রউচ উদ্দিন জানান, এই কেন্দ্রে থেকৈ মোট ৯৭ জন পরীক্ষাথী অংশ গ্রহন করছে এর মধ্যে অনুপস্থিত ৪ জন পরীক্ষার্থী।