স্বাধীন খবর ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই ঘটনায় আহতদের যথযথ চিকিৎসা দেয়া ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা বলেন। খবর বাসস’র
প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায়, গতরাতে একটি রাসায়নিক গুদামে অগ্নিকান্ডে আজ সকালে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে।