শিরোনামঃ

আজ শুক্রবার / ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৬:১৪

পাবনার ভাঙ্গুড়ায় কৃষি জমিতে পুকুর খনন ৫০ হাজার টাকা জরিমানা

মিনু রহমান খান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে কৃষি জমিতে মাটিকাটার যন্ত্র (ভেকু) দিয়ে মাটি কাটার অপরাধে জাফর আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এ অর্থদন্ড প্রদান করেন।

জানা গেছে, উপজেলার চন্ডিপুর গ্রামের জাফর আলী বেশ কিছু দিন ধরে কৃষি জমিতে ভেকু লাগিয়ে মাটি কেটে তা বিক্রি করে আসছিল।

এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে তাঁকে অবৈধভাবে মাটি না কাটতে নিষেধ করা হয়। তাঁরপরও তিনি ওই গ্রামের কবরস্থানের পাশে বাণিজ্যিক উদ্দেশে মাটিকাটার যন্ত্র (ভেকু) দিয়ে মাটি কেটে তা বিক্রি করে চলছিল।

এরই প্রেক্ষিতে রোববার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নাহিদ হাসান খান জানান, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় তাঁকে ৫০ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কেটে পুকুর না করতে পারে,

সে জন্য এ অভিযান অব্যহত রাখা হবে।

 

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap