শিরোনামঃ

আজ শনিবার / ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১২:১০

ভাঙ্গুড়ায় এমপি কাপ ক্রিকেট টুর্ণামেন্টে সিরাজগঞ্জ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় এমপি কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২২ সিরাজগঞ্জ জেলা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রার্নাস আপ হয়েছে কলকতি ক্রিকেট একাদশ। শুক্রবার(১৮ মার্চ) সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী অনার্স কলেজ মাঠ চত্বরে ফাইানাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে কলকতি ক্রিকেট একাদশকে ১০ উইকেটে হারিয়ে সিরাজগঞ্জ জেলা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

জানা গেছে,বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় মাস ব্যাপি ভাঙ্গুড়ায় এমপি কাপ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ১৬টি দল অংশ গ্রহণ করেন। খেলাটির আয়োজনক ছিলেন কলেজপাড়া ক্রিকেট একাদশ । ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম হোসেন ইমরান খেলাটির সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় করেন। প্রায় মাস ব্যাপি এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এ ১৬টি দল অংশ গ্রহণ করেন।

ফাইনাল খেলাটিতে প্রধান অতিথি হিসেবে দর্শকের সারিতে উপস্থিত থেকে খেলাটি উপভোগ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পাবনা ৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেন, সহসভাপতি ইবনুল হাসান শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুল হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, পৌর ছাত্রলীগ সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খাঁনসহ সাধারণ জনাতার একাংশ। খেলা উপভোগ শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

এমপি কাপ টুর্নামেন্ট খেলায় এর ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত সিরাজগঞ্জ জেলা ক্রিকেট একাদশের কানন হোসেন ও ম্যান অফ দা টুর্নামেন্ট কলকতি মুন ক্রিকেট একাদশের বেলাল হোসেন।

জীবন বীমা কর্পোরেশন ভাঙ্গুড়া শাখার সৌজন্যে দেওয়া হয় চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি মনিটর।

উক্ত টুর্ণামেন্টে প্রধান ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন, ক্রীড়া সংগঠক শেখ সাখাওয়াত হোসেন।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap