মিজান তানজিল, পাবনা : পাবনায় সমাজসেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার,কিডনী,স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হ্নদরোগী ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কÿে এ চেক বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সালমা খাতুন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিÿা ও আইসিটি) শাহেদ পারভেজ,
বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের সম্মানিত সদস্য আব্দুল মতীন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলছুর রহমান,জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলার ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার হারুনুর রশিদ,ঈশ^রদী উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা,আটঘড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার ইসমত জেরিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জেলার ৩১ জন ক্যান্সার,কিডনী,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হ্নদরোগীদের ১৫ লÿ ৫০ হাজার ও ৯৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে ৪৫ লÿ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়।