শিরোনামঃ

আজ মঙ্গলবার / ১০ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৩শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১১:৩৪

স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু না করায় বঞ্চিত গ্রামাঞ্চলের মানুষ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ার গ্রামাঞ্চলের মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়।

কাজ শেষে গত বছরের শেষের দিকে সোনাতলা ও চলতি বছরের মে মাসে কাশিনাথপুরের মা ও শিশু কেন্দ্রটি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেছে ঠিকাদার প্রতিষ্ঠান বদরুল ইকবল লিমিটেড। উপজেলার কুমিরগাড়ী কেন্দ্রটি জলাবদ্ধতার কারণে নির্মাণকাজ চলমান রয়েছে। তিনটি কেন্দ্র চালু হলে গ্রামাঞ্চলের মা ও শিশুরা এ কেন্দ্র থেকে কম খরচে স্বাস্থ্যসেবা পাবেন।

জানা গেছে, প্রতিটি মা ও শিশু কেন্দ্রে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২ জন মেডিকেল অফিসার, ৩ জন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ১জন ফার্মাসিস্ট, ১জন কম্পিউটার ম্যান, ১জন আয়াসহ ১৪ জন জনবল থাকবে। এখানে নরমাল ও অস্ত্রপচারের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হবে।

এছাড়াও শিশু ও মায়েরা যথাযথ চিকিৎসাসেবা পাবে এ কেন্দ্রের মাধ্যমে। উপজেলার সোনাতলা গ্রামের ফরিদা খাতুন জানান, সন্তান প্রসবসহ বিভিন্ন জটিল রোগে আমাদের সাঁথিয়া ও পাবনা সদরে যেতে হয়। এ কেন্দ্রটি চালু হলে আমরা হাতের নাগালে স্বাস্থ্যসেবা পাবো। কেন্দ্র দুটি চালু না হওয়ায় গ্রামাঞ্চলের দরিদ্র অসহায় পরিবারের মায়েরা সঠিক ও অল্প খরচে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেবা গ্রহণ করতে তাদের বিভিন্ন ক্লিনিকে যেতে হচ্ছে।

এতে করে তাদের বেশি করে আর্থিক খরচ গুনতে হচ্ছে। তাছাড়াও ভুল চিকিৎসায় অনেক মা ও শিশু অকালে মৃত্যুবরণ করছে।এদিকে কাশিনাথপুর মা ও শিশু কেন্দ্রের কার্যক্রম শুরু না হওয়ায় ইতোমধ্যে জানালার গ্রিল কেটে কিছু মালামাল নিয়ে যায় চোরেরা। এছাড়াও রক্ষনাবেক্ষণের অভাবে নষ্ট হতে পারে কেন্দ্রের মূল্যবান আসবাবপত্রসহ দামি জিনিসপত্র।

এদিকে ২০১৯ সালে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওই সময়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।পাবনা জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম মিটুল জানান, স্থানীয় এমপি আলহাজ্ব এ্যাডঃ শামসুল হক টুকু এবং ওই সময়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের (স্বাস্থ্যসেবা বিভাগ) অতিরিক্ত সচিব(উন্নয়ন) বাবলু কুমার সাহার চেষ্টায় মা ও শিশু কেন্দ্রগুলো নির্মাণ হয় যা পল্লী অঞ্চলের স্বাস্থ্যসেবায় ব্যাপক ভূমিকা রাখবে। এখন আমরা শুধু সেবার অপেক্ষায় রয়েছি।

পাবনা স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী শামসুল আরিফিন জানান, নির্মাণকাজ শেষে আমরা সাঁথিয়ার দুটি কেন্দ্র সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেছি।

এ ব্যাপারে পাবনার পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক শামসুল আলম জানান, করোনায় নিয়োগ প্রক্রিয়ার জটিলতার কারণে জনবলের অভাবে এখনও মা ও শিশু কেন্দ্র চালু করা সম্ভব হয়নি।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap