আজ বৃহস্পতিবার / ৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৮ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৬:১৮

ভাঙ্গুড়ায় কেন্দ্রীয় মহাশ্মশান বড়াল নদী ঘাটে পুণ্যস্নান ও মেলা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির আয়োজনে গত ৩০মার্চ বুধবার দিনব্যাপী ভাঙ্গুড়া কেন্দ্রীয় মহাশ্মশানের বড়াল নদীর ঘাটে পূণ্যস্নান ও মেলা অনুষ্টিত হয়েছে।

প্রতিবছরের ন্যায়১৫ চৈত্র কৃঞ্চপক্ষের মধুকৃঞ্চা ত্রয়োদশীতে এ পূণ্যস্নান ও মেলায় ভাঙ্গুড়া অঞ্চলের কয়েক হাজার ভক্ত-পুজারী বড়াল নদীর মহাশ্মশান ঘাটে সমবেদ হয়। এ সময় ভক্তবৃন্দ পূণ্যস্নান, গঙ্গাদেবীর পুজা-অর্চনা, মানসা বা মানৎ প্রদান, আশির্বাদ ও প্রসাদ গ্রহণ, নিমাই ঠাকুর দর্শন, মহাদেব পুজা, সন্যাসীর বর গ্রহণ, স্নান করা সহ নানা আয়োজনের মাধ্যমে নদীতে স্নান, অর্থবা গঙ্গাদেবীর পুজা করেন।এ সময় ভক্তবৃন্দ চাল,ডাল, বাতাসা, দুধ,ডাব, গাব,নগদ টাকা-পয়সা, কবুতর -মুরগী-পাঁঠা দেব-দেবীর নামে উৎসর্গ করেন।
মধুকৃঞ্চার এয়োদশীতে এ পূণ্যস্নান উপলক্ষ্যে আগত সকল অতিথি ও ভক্তবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ভাঙ্গুড়া কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি সংগীত কুৃমার পাল ও সাধারণ সম্পাদক সমর জিৎ গুণ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মলয় দেব, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ সূত্রধর, উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অবঃ অধ্যাপক ভবেশ চন্দ্র দে, নির্মল কুমার রায়, রনজিত কুমার হালদার প্রমূখ।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap