শিরোনামঃ

আজ শুক্রবার / ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ / বসন্তকাল / ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ / ১৯শে রমজান ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৯:৪৬

বড়াইগ্রামে তিন বছরেও রাস্তা সংস্কার কাজ শেষ করেনি ঠিকাদার, প্রতিবাদে মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে ঠিকাদারের চরম অবহেলায় তিন বছরেও থানা মোড় হতে রয়না ভরট হাট পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শেষ না হওয়ার প্রতিবাদে এবং দ্রুত রাস্তা চলাচল উপযোগী করে এলাকা বাসির দুর্ভোগ লাঘবের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে লক্ষীকোল বাজারে সংস্কারাধীন বড়াইগ্রাম থানা মোড় হতে রয়না ভরট হাট সড়কের পাশে ‘এলাকা বাসির’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, জেলা সদরের সাথে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সংযোগ সড়কের বড়াইগ্রাম থানা মোড় থেকে রয়না ভরট হাট পর্যন্ত ব্যস্ততম
অংশটুকু ঠিকাদার তিন বছর ধরে ভেঙ্গে ফেলে রেখেছেন।
বড়াইগ্রাম পৌর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রাস্তার পাশে সরকারী হাসপাতাল, পৌরভবন, থানা,
সাবরেজিষ্ট্রি অফিস, ছোট-বড় চারটি বাজার, সরকারী কলেজ ও কমপক্ষে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। অথচ তিন বছরেও রাস্তাটির সংস্কার কাজ শেষ না হওয়ায় ধুলা-বালিতে এলাকার মানুষ নাজেহাল হয়ে পড়েছেন। ভাঙ্গা রাস্তায় বালি-পাথরের কারণে হাঁটাচলাসহ যান চলাচলেও সীমাহীন ভোগান্তি হচ্ছে।
তাই বক্তারা অবিলম্বে রাস্তার কাজ শেষ করে জনসাধারণকে দুর্ভোগ থেকে মুক্তি দেয়ার দাবী জানান, অন্যথায় সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap