শিরোনামঃ

আজ বুধবার / ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৪শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১:০৩

বাগমারার আর্শিবাদের জলকপাট এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে

নাজিম হাসান, রাজশাহী থেকে : বন্যা নিয়ন্ত্রণ ও ফসল রক্ষায় রাজশাহীর বাগমারা উপজেলার কুচিয়ামারা খালের মুখে নির্মাণ করা জলকপাটটি আর্শিবাদের পরিবর্তে হুমকী হয়ে দাঁড়িয়েছে। জলকপাটের কপাট ভাঙা থাকায় কৃষক ও চাষিরা আতঙ্কে রয়েছেন। বর্ষার আগে জলকপাটটি মেরামত করা না হলে আবারো শতকোটি টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে। জলকপাটটি মেরামতের দাবি জানিয়ে এলাকার চারশতাধিক কৃষক পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করেছেন। তবে এখনো সাড়া না মেলায় কৃষকদের আতঙ্ক কাটেনি। এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার সইপাড়া-ভবানীগঞ্জ সড়কের বাগমারার গণিপুর ও বাসুপাড়ার সীমান্ত এলাকায় কুচুয়ামারা খালের মুখে জলকপাটটি স্থাপন করা হয়। ফকিন্নি নদী থেকে খাল দিয়ে পানি সোনাবিলে প্রবেশ করে ও বেরিয়ে যায়। বন্যা নিয়ন্ত্রণ, ফসল রক্ষা ও চাষাবাদের সুবিধার জন্য পানি উন্নয়নবোর্ড জলকপাটটি নির্মাণ করে। এটি নির্মাণের ফলে বাসুপাড়া ও গণিপুর ইউনিয়নের সোনাবিলে চাষাবাদে সুফল মেলে ও বন্যায় তা ফসল রক্ষা পায়। এছাড়াও চাষের সুবিধার জন্য খালে পানি ধরে রাখাও সম্ভব হয় জলকপাটের কারণে। দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার কৃষক এই জলকপাটের সুফল ভোগ করে আসছেন। এদিকে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জলকপাটের কপাট নষ্ট হয়ে গেছে। ভেঙে যাওয়ার পাশাপাশি কপাটগুলো অকেজ হয়ে পড়েছে। গতকাল শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে জলকপাটটি ভেঙে যাওয়া অবস্থায় দেখা যায়। কপাটের উভয় পাশে টিনের পাত দিয়ে আটকানো রয়েছে। স্থানীয় লোকজনের উদ্যোগে টিনের পাত দিয়ে আটকিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, জলকপাটটি নষ্ট হওয়ার কারণে গেল বন্যায় (২০২০ সাল) সোনাবিল ও তার আশপাশের কৃষকেরা ক্ষতির শিকার হন। কপাট নষ্ট থাকার কারণে সহজে নদী থেকে বন্যার পানি বিলে প্রবেশ করে। এর মাছ, পানবরজ, ধান, সবজি ও ঘরবাড়ির ক্ষতি হয়। স্থানীয় কৃষকদের ভাষ্যমতে, জলকপাট নষ্ট থাকায় গত বছরের বন্যায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গণিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, জলকপাটটি নষ্ট হয়ে যাওয়াতে গত বছরের বন্যায় কপাট দিয়ে সরাসরি পানি বিলে প্রবেশ করে তাহির একডালা, বাগমারা, মাঝিগ্রাম, মোহাম্মদপুর, বালানগর, চকমহব্বতপুরসহ কয়েকটি গ্রামের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত কৃষক নিঃস্ব হয়ে পড়েছেন। জরুরী ভিত্তিতে জলকপাটটি সংস্কারের দাবি জানান। এদিকে বর্ষাকাল শুরুর আগে কৃষকদের মধ্যে জলকপাট নিয়ে আবারো আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় চারশতাধিক কৃষক এটি সংস্কারের দাবি জানিয়ে পানি উন্নয়ন বোর্ড পওর রাজশাহী বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। স্থানীয় সাংসদ এনামুল হকের সুপারিশসহ আবেদনপত্রটি গত মার্চ মাসে বিভিন্ন দপ্তরে পৌঁছানো হয়। তবে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। কৃষকেরা বলেন, বর্ষার আগে এটি সংস্কার করা না হলে আবারো ব্যাপক ক্ষতির সম্ভবনা রয়েছে। সরকারি ভাবে সংস্কার করা না হলেও নিজেদের টাকায় তা ঠিক করবেন বলে জানিয়েছেন। তবে এজন্য কর্তৃপক্ষের অনুমতি চেয়েছেন। উপজেলা কৃষিকর্মকর্তা রাজিবুর রহমান বলেন, জলকপাটটি নষ্ট থাকায় ওই এলাকার কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্ষার আগে জলকপাটটি সংস্কার করা হলে চাষিরা কিছুটা আতঙ্কমুক্ত থাকতে ও নির্বিঘ্নে চাষাবাদ করতে পারবেন। জলকপাটটি সংস্কারের জন্য উপজেলা মাসিক সমন্বয় সভায় একাধিকারবার আলোচনা হয়েছে। পাউবোর্ডকে এটি দ্রুত সংস্কার করা দরকার বলে মতামত দেন। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড রাজশাহী পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। তবে উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, রাজশাহী ও রংপুর বিভাগের জলকপাট সংস্কারের বিষয়টি বগুড়া মেকানিক্যাল দপ্তর দেখভাল করে। আবেদনপত্রটি সেখানে পাঠানো হয়েছে। তারা এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap