শিরোনামঃ

আজ শুক্রবার / ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১:৩৪

 নির্বাচনী কাজে বাঁধা, চেয়ারম্যান প্রার্থীসহ আটক ১৯

স্টাফ রিপোর্টারঃদিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়নের গছাহার শাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১০২ নং) কেন্দ্রে ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দাঁয়ের করেন। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে আঁটক করেছেন।

জানা যায়, গত ৫ জানুয়ারী নির্বাচনের দিন সন্ধ্যা৭ ঘটিকার দিকে প্রিজাইডিং কর্মকর্তার উপর স্থানীয় জনতা চড়াও হলে পুলিশ বাঁধা দেয়। এসময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ ৪ রাউন্ড টিয়ার গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। উত্তেজিত জনতার বিক্ষিপ্তভাবে ছোড়া ইটের টুকরোর ঢিলের আঘাতে ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের ৫ জন সদস্য ও ৩ জন স্থানীয় জনতা আহত হয়।
এ ঘটনায় এএসআই বেলাল হোসেন বাদি হয়ে চিরিরবন্দর থানায় কেন্দ্র ভাংচুর, হামলা, গাড়ী ভাংচুর, ক্ষতিসাধন ইত্যাদি বিষয়ে একটি মামলা দাঁয়ের করেছেন। যার মামলা নং ৫, তাং-০৬-০১-২০২২।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, “গত ৬ জানুয়ারী দিবাগত রাতে অভিযান চালিয়ে উক্ত মামলায় স্বতন্ত্র প্রতিদ্বদ্বি প্রার্থী মামলার এজাহার ভূক্ত আসামী মির্জা লিয়াকত আলী বেগ লিটনসহ ১৯ জনকে আঁটক করা হয়েছে”।

উল্লেখ থাকে যে, উক্ত কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইছামতি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম প্রথমে স্বতন্ত্র প্রার্থী মির্জা লিয়াকত আলী বেগ লিটনকে (মোটরসাইকেল) কে জয়ী ঘোষনা করেন, পরবর্তিতে পুনঃগনণায় অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ তাজ উদ্দীন শাহকে বিজয়ী ঘোষনা করলে স্থানীয় জনতা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। একই সময়ে প্রিজাইডিং কর্মকর্তা সন্ধ্যা ৬ ঘটিকার পর প্রথমে সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী মোঃ জিকরুল হকের ফুটবল প্রতিককে জয়ী ঘোষনা করেন। পরবর্তিতে পুনঃগণনা করে আব্দুর রশিদ এর মোরগ প্রতিককে জয়ী ঘোষনা করেন। এতে করে জিকরুল হকের সমর্থকরা আরো উত্তেজিত হয়ে ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ও পুরো এলাকা পুরুষ শুন্য হয়ে পরেছে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap