শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১:২৪

নাটোরে জনগণের স্বার্থকে উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের অভিযোগ

গুরুদাসপুর প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে জনগণের স্বার্থকে উপেক্ষা করে নাটোর ও পাবনা জেলার সীমান্তবর্তী দড়িবামনগাড়া মৌজায় মশিন্দা ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার বেলা ১২টায় মশিন্দা বাজারে এক প্রতিবাদ সভায় ওই অভিযোগ করেন এলাকাবাসী।

মশিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মাহাবুবুল হাসান, মশিন্দা স্কুল পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, মোশারফ হোসেন, আব্দুস সালাম, আলাল সরদার প্রমূখ। এ ঘটনার প্রতিবাদে মশিন্দা বাজারের ইউনিয়ন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মানের দাবীতে রোববার সকাল ৯টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হবে বলে মাইকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
বক্তারা বলেন, মশিন্দা বাজারের পশ্চিমে প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় ইউনিয়ন পরিষদের এসএ ও আরএস খতিয়ানভুক্ত জায়গায় বহুতল ভবন নির্মানের সরকারি কার্যাদেশ রয়েছে। মশিন্দা ইউনিয়নের মধ্যবর্তী এবং জনগণের সুবিধাজনক গুরুত্বপূর্ণ মুজিবনগর খ্যাত ওই স্থানে ভবনটি নির্মান হলে ইউনিয়নবাসীর ব্যাপক স্বার্থ উদ্ধার হবে। অথচ ইউপি চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে তার ইচ্ছামত চাটমোহর থানা সীমান্তবর্তী এলাকায় ভবনটি নির্মানের অশুভ পাঁয়তারা চালাচ্ছেন।
এ ব্যাপারে মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ৬০ বছর ধরে যেখানে বর্তমান ইউপি ভবন আছে সেখানেই নতুন ভবন নির্মান করা হবে।

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap