শিরোনামঃ

আজ শুক্রবার / ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ / বসন্তকাল / ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ / ১৯শে রমজান ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৮:৫৬

দেশে উন্নয়নের জোয়ার বইছে : ভূমি মন্ত্রী

ঈশ্বরদী প্রতিনিধি : ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, জামায়াত-বিএনপি’র আমলে আটঘরিয়ার গ্রামগুলোতে বিদ্যুৎ ছিল না,পাকা রা¯Íা ছিল না। জননেত্রী শেখ হাসিনা তিল তিল করে এদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। বাংলার প্রতিটি পাড়া,

মহল্লা,গ্রাম,ইউনিয়ন,চারদিকে শেখ হাসিনার উন্নয়ন ছড়িয়ে আছে। আকাশ ছোঁয়া উন্নয়নের কারণেই আজকের জনসমুদ্রের জনসভা উপস্থিত জনতার মাঝে বইছে নৌকা মার্কার নির্বাচনী আমেজ। মানুষ এখন না খেয়ে, না পড়ে থাকে না। প্রতিটি ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে। গৃহহীনরা ঘর পাচ্ছে। উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সকলের মৌলিক অধিকার নিশ্চিত করার রাজনীতি করেন জননেত্রী শেখ হাসিনা। এসব কিছুরই অবদান জননেত্রী শেখ হাসিনা সরকারের।

২৭ অক্টোবর শনিবার বিকেলে আটঘরিয়ার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নৌকার মাঝি আমরা কেউ লগি ঠেলি,দাঁড় টানি বা গুণ টানি। আর দেশের জনগণ নৌকার চালিকা শক্তি।

এই নৌকা মার্কাই একসময় বাংলাদেশকে আমেরিকা, রাশিয়া,কানাডা, লন্ডন, ইউরোপের মতো উন্নত দেশে পরিণত করবে। তাই উন্নত বাংলাদেশ গড়ে তোলার ল্েয আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা,শেখ হাসিনার নৌকা,গণমানুষের নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করুন।
একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ.জেড.এম.ডি. আ.জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিকেল ৩টা হতে এলাকার বিভিন্ন এলাকা ও ওয়ার্ড হতে বাদ্যযন্ত্র ও নৌকা নিয়ে শ্লোগাণ দিতে দিতে নারী-পুরুষ জনসভাস্থলে আসতে থাকে।

একসময়ে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। পথে পথে তাকে অভ্যর্থণা জানায় হাজারো মানুষ। জনসভায় অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, একদন্ত ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদার প্রমুখ বক্তব্য রাখেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap