শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ২:০৫

ডিজিটাল নিরাপত্তা আইনে সম্মতি দেননি রাষ্ট্রপতি

স্বাধীন খবর ডেস্ক : দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে ১৮টি বিল পাস হয়। এর মধ্যে ১১টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে সেই সম্মতির তালিকায় নেই বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনটি।

সোমবার (১ অক্টোবর) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১টি বিলে সম্মতি দেওয়ার তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির সম্মতি দেয়া বিলগুলো হচ্ছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল, ২০১৮, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮, বস্ত্র বিল, ২০১৮,সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮, যৌতুক নিরোধ বিল, ২০১৮,

সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, ২০১৮, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, ২০১৮, কৃষি বিপণন বিল, ২০১৮ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮।

২২তম অধিবেশনে পাস হওয়া যেসব আইনে রাষ্ট্রপতি এখনও স্বাক্ষর করেননি সেগুলো হল- সড়ক পরিবহন বিল-২০১৮, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন কওমি মাদরানাসমূহের দাওয়াতে হাদিস (তাকমীল) এর সনদ মাস্ট্রার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও

আরবি) এর সমমান (কওমী মাদ্রাসা) বিল-২০১৮, জাতীয় পরিকল্পণা ও উন্নয়ন একাডেমী বিল-২০১৮, জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়াত্ব শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকুরী শর্তাবলী) বিল ২০১৮, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮ এবং কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট বিল-২০১৮ পাশ হয়।

সংবিধান অনুযায়ী, সংসদে পাস হওয়া কোনও বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলেই তা আইনে পরিণত হয়। এরপর তা গেজেট আকারে প্রকাশ ও কার্যকর হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap