শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ / বসন্তকাল / ২৮শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ / ১৮ই রমজান ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:১৭

জননেত্রী শেখ হাসিনা মানবতার মা….ডিলু এমপি

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছেন। মাদক, সন্ত্রাস, দূর্ণীতিবাজকে এদেশ থেকে উৎখাত করতে হবে। তাদের স্থান কোথাও নেই। যারা এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। দেশকে শক্রমুক্ত করতে হবে। জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা কৃষিতে ব্যাপক উন্নয়ন অব্যাহত রেখেছেন। জননেত্রী শেখ হাসিনা মানবতার মা।

এমপি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য সবাইকে এগিয়ে আশার আহবান জানান। ধান, পাট, ডাউল, মটরশুটি, সবজি ও মুক্ত জলাশয়, পুকুরে মাছ চাষাবাদ কৃষকদের আধুনিক পদ্ধতিতে করতে হবে। কৃষক বর্তমানে এক বিঘা জমিতে ২০ থেকে ৪০ মন পর্যন্ত ফসল উৎপাদন করছে। বর্তমান সরকার সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কৃষি সেক্টরে ব্যাপক ভূমিকা রেখেন। উপজেলা নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের সবাইকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এগিয়ে যাওয়ার আহবান জানান। মাছে ভাতে আটঘরিয়া, দুধে ভাতে আটঘরিয়া, আটঘরিয়ার মানুষ সোনার মানুষ শুক্রবার সকালে ১৮শ জন কৃষকের মাঝে আটঘরিয়ায় “ বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তর কতৃর্ক আয়োজিত কৃষিই সমৃদ্ধ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খরিপ-১/২০১৯-২০ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ফসলের “ বিনামূল্যে বীজ ও সার বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের সাংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শলীফ ডিলু এমপি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আকরাম আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রিয় ছাত্র লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক তানভীর ইসমলাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।

এসময় উপস্থিত ছিলেন দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হানিফ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদার, জেল্ াপরিষদের সদস্য রাশিদা পারভীর, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ওসি তদন্ত নাজমুল হক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল, দেবোত্তর ইউনিয়ন আও. লীগের সভাপতি নিখিল কুমার সাহা প্রমূখ। কোরআন তেলোওয়াত পাঠ করেন শাহজানা আলী, গীতা পাঠ করেন বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন।
আটঘরিয়া উপজেলা ও পৌর সভায় ১৮শ জন কৃষককে ১৪ লাখ ৬৭ হাজার টাকার সমমূল্যের ৯ হাজার কেজি বীজ, ২৭ হাজার কেজি ডিএপি সার, ১৮ হাজার কেজি এমওপি সার বিতরণে করা হয়।
প্রতিজন কৃষককে ৮১৫ টাকা সমমূল্যের বীজ ৫ কেজি, ডিএপি সার ১৫ কেজি, এমওপি ১০ কেজি করে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap