আজ বুধবার / ৪ঠা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৭ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৬:০০

চাটমোহরে উপজেলা নির্বাচনী প্রচারণায় ভোটের মাঠে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা

চাটমোহর (পাবনা) : উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার চাটমোহর উপজেলায় আগাম ভোটের মাঠে প্রচারণায় নেমেছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা। তারা দলীয় মনোনয়ন পেতে বিভিন্œ ভাবে লবিং শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা দলীয়ভাবে মনোনয়ন পেতে অনেকে ইতোমধ্যে শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ ছাড়াও প্রার্থী হওয়ার বিষয়টি ফেসবুকসহ বিভিন্নভাবে তুলে ধরছেন। উপজেলা পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সাবেক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন খবির,

পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আঃ হামিদ মাস্টার, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস,এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ধনী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মোঃ কামাল জুয়েল, মুক্তিযোদ্ধা এস,এম মোজাহারুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আঃ আলীম।
জানা গেছে, ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ্এ্যাডভোকেট সামসুদ্দিন খবির। তিনি ছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ছাত্রলীগ নেতা মো. হেলাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বেগম রোকেয়া আজাদ।
২০১৪ সালে অনুষ্ঠিত চাটমোহর উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত হন বিএনপির প্রার্থী হাসাদুল ইসলাম হীরা। এতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির নুরুল করিম খান আরজ, বিএনপি থেকেই মহিলা ভাইস চেয়ারমান নির্বাচিত হন সুফিয়া খাতুন।

এবারে ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহক আলী মানিক, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু, যুবলীগ নেতা শরিফুল ইসলামের নাম শোনা যাচ্ছে।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম রোকেয়া আজাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা সাজেদা রহমান, ডিবিগ্রাম ইউপি সদস্যা আরেফিন আক্তার লিলি, শিকিা ফিরোজা পারভীন, দেলোয়ারা খাতুনের নাম শোনা যাচ্ছে। তবে বিএনপির কোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। তারা নির্বাচনী মাঠেও নেই।

চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো বলেন, ছাত্র জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। মনোনয়ন পেলে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এ্যাডভোকেট সামসুদ্দিন খবির বলেন, উপজেলা পরিষদে তিনি চেয়ারম্যানের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছেন। যার কারণে তিনি উপজেলা পরিষদের নির্বাচনে এবারও চেয়ারম্যান পদে লড়বেন। তবে দল যাকে মনোনয়ন দেবেন তার পে কাজ করবেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হামিদ মাস্টার বলেন, চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে এবার তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় তিনি এবার উপজেলা পরিষদ নির্বাচন করতে চান। আবুল হোসেন ধনী বলেন, তিনি মনোনয়ন চান। মনোনয়ন পেলে অবশ্যই জনগণ তাকে নির্বাচিত করবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

চাটমোহর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুয়েল মির্জা বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন করতে চান। দলীয়ভাবে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে অবশ্যই বিজয়ী হবেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম বলেন, নির্বাচনী প্রচারণায় ভোটের মাঠে কাজ করছি। দল মনোনয়ন দিলে শতভাগ বিজয়ী হবেন বলে জানান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap