শিরোনামঃ

আজ শুক্রবার / ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ / বসন্তকাল / ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ / ১৯শে রমজান ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ২:২৭

চাটমোহরে ইউপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্রে চেয়ারম্যান পদে  নির্বাচিত হয়েছেন যারা 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : তৃতীয় ধাপে অনুষ্ঠিত চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ৭ জন এবং স্বতন্ত্র ৪ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

রবিবার (২৮ নভেম্বর) মধ্য রাতে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৫ জন রিটার্নিং কর্মকর্তা বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, হরিপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মো. মকবুল হোসেন বাচ্চু (নৌকা) ৮৭১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রভাষক মো. আফজাল হোসেন (আনারস) পেয়েছেন ৭০২২ ভোট।

হান্ডিয়াল ইউনিয়নে আ’লীগ প্রার্থী মো. রবিউল করিম মাষ্টার (নৌকা) ৯৪১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. গোলবার হোসেন (আনারস) পেয়েছে ৬৭৯৪ ভোট।

ছাইকোলা ইউনিয়নে আ’লীগ প্রার্থী মো. নুরুজ্জামান নুরু (নৌকা) ৯৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আতাউর রহমান তোতা (আনারস) পেয়েছে ৭৪৩৩ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিলচলন ইউনিয়নে মো. আকতার হোসেন (ঘোড়া) ৪১৭৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী
আবুল কালাম আজাদ (নৌকা) ৪০১০ ভোট পেয়েছে
গুনাইগাছা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রজব আলী বাবলু (আনারস) ৪৭০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নুরুল ইসলাম (নৌকা) পেয়েছেন ২৮১১ ভোট।

ফৈলজানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হাফিজুর রহমান (ঘোড়া) ৮৭৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আ’লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হানিফ উদ্দিন (নৌকা) পেয়েছেন ৬৬৮৩ ভোট।

ডিবিগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শামীম হোসাইন (চশমা) ৮০৩৪ ভাট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নবীর উদ্দিন (নৌকা) পেয়েছে ৬৪৬২ ভোট।

এদিকে পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আ’লীগ প্রার্থী বর্তমান আলহাজ্ব আজাহার আলী (নৌকা) ৭৭৪৯ পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী রবিউল করিম তারেক(আনারস) ৬১৯৯ ভোট পেয়েছে।

মূলগ্রাম ইউনিয়নে আ’লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম বকুল (নৌকা) ৮৭৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী শহিদুল ইসলাম শহিদ ৫৩২৩ ভোট পেয়েছে।

নিমাইচড়া ইউনিয়নে আ’লীগ প্রার্থী মোছা. নুরজাহান বেগম মুক্তি (নৌকা) ৬২৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী আল মামুন (ঘোড়া) ৪৬৪৬ ভোট পেয়েছে।
এবং মথুরাপুর ইউনিয়নে আ’লীগ প্রার্থী মো. শাহ আলম (নৌকা) ৫২১৭ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী। আবুল কালাম আজাদ ৪৫১১ ভোট পেয়েছে।

উপজেলা ১১ টি ইউনিয়ন ঘুরে দেখা যায় প্রতিটা কেন্দ্র ভোটার উপস্থিতি চোখে পরার মতো। দীর্ঘ লাইন দাঁড়িয়ে ভোটারা উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছেন। ভোটে তেমন কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি ।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap