শিরোনামঃ

আজ বুধবার / ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৪শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ১১:০৯

চাটমোহরে মাংসের টুকরা আরবি হরফে লেখা “আল্লাহু”

চাটমোহর অফিস : কোরবানি দেয়া গরুর মাংস রান্না করতে গিয়ে একটি মাংসের টুকরা ভেসে ওঠে অলৌকিকভাবে তাতে আরবি হরফে লেখা “আল্লাহু”। এমন খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় উত্তরপাড়া গ্রামে মো. তাইজুল ইসলামের বাড়িতে এঘটনা ঘটে রবিবার দুপুরে।

জানা যায়, প্রতি বছরের মতো এবারও সমাজভুক্ত হয়ে গরু কোরবানি করেন তাইজুল ইসলাম। রবিবার দুপুরে সেই গরুর মাংস রান্না করতে যান তাইজুলের স্ত্রী নার্গিস খাতুন। চুলায় রান্না তুলে দেবার পর এক টুকরো মাংস ভেসে ওঠে। গৃহবধু নার্গিস কৌতুহল বশতঃ মাংসের টুকরোটা তুলে দেখেন আরবি হরফে লেখা রয়েছে ‘আল্লাহ’। বিষয়টি বাড়ির সকলকে দেখান তিনি। পরে বিষয়টি নিশ্চিত হবার জন্য গ্রামের প্রবীন মুসল্লী ব্যক্তিদের দেখালে তারাও “আল্লাহু” লেখাটি নিশ্চিত করেন।

মানুষের মুখে মুখে খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত মানুষ ‘আল্লাহ’ লেখা মাংসের টুকরোটি একনজর দেখতে ভিড় জমান। পরে ‘আল্লাহ’ লেখা মাংসের টুকরোটি তারা বাড়িতে সংরক্ষণ করেন।

এ বিষয়ে গৃহবধু নার্গিস খাতুন বলেন, মাংস ধোয়ার পর মসলা দিয়ে মাখিয়ে যখন রান্না করতে যাই, তখন বার বার ওই টুকরাটি ভেসে উঠে আসে। কোনোমতেই ডোবানো যাচ্ছিল না।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap