শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৮:১২

গোপালগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু

স্বাধীন খবর ডেস্ক : গোপালগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।  রেল লাইন নির্মাণের ফলে এখন থেকে গোপালগঞ্জের লোকজন স্বল্প খরচে রেলপথে রাজবাড়ীর কালুখালী হয়ে রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার উদ্বোধনের পর ট্রেনটি গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, শোভন ২৫০ টাকা, শোভন চেয়ার ২৯৫, প্রথম শ্রেনী ৩৮৫, এসি চেয়ার ৪৯৫, এসি প্রথম শ্রেনী ৫৯০ টাকা।

এছাড়া তিনহাজার ৩৫৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জের ৬ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এইসব উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ১ হাজার ২৫৮ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্য্ন্ত ৪৪ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ, ৯৫৯ কোটি টাকা ব্যয়ে কাশিয়ানীর কালনা সেতুর নির্মাণ প্রকল্পের কাজের উদ্বোধন, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় অবস্থিত ৬শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের পেনিসিলিন প্রোডাকশন ইউনিটের উদ্বোধন, ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ বেতারের উদ্বোধন এবং প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানা ভবনের উদ্বোধন।

গোপালগঞ্জসহ নড়াইল, যশোর, খুলনা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি মধুমুত নদীর উপর নির্মিত কালনা সেতুর নির্মাণ কাজের উদ্বোধনের খবরে এ রাস্তায় চলাচলকারী হাজার হাজার যাত্রীসাধারণ ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

এদিকে, ইডিসিএল এর পেনিসিলিন ওষুধ উৎপাদন শুরু হওয়ার মধ্য দিয়ে এখানে অসংখ্য লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।আর গোপালগঞ্জ বেতারের কার্যক্রমের মাধ্যমে এ জেলার শিল্প-সাহিত্যের সাথে যারা জড়িত রয়েছেন তারা তাদের কাজ করার ক্ষেত্রে একটি প্লাট ফরম পাবে। স্থানীয় কৃষকেরা বেতারের বিভিন্ন কৃষি অনুষ্ঠানের মাধ্যমে উন্নত কৃষি কাজ সম্পর্কে জানতে পারবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap