শিরোনামঃ

আজ মঙ্গলবার / ১০ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৩শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সন্ধ্যা ৭:২৩

গুরুদাসপুরে ‘জুলিও কুরি ‘শান্তি’ পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ মে ) গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী,সহকারি কমিশনার ( ভূমি) মোঃ মেহেদি হাসান শাকিল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিন আকতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খ.ম জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap