শিরোনামঃ

আজ শুক্রবার / ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ / বসন্তকাল / ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ / ১৯শে রমজান ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:০৩

কলকাতায় রেল ভবনের ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৯

স্বাধীন খবর ডেস্ক : স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের নিউ কয়লাঘাট ভবনে ভয়াবহ আগুন লেগে রেল কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র এ কথা জানিয়েছেন।

নিহতদের মধ্যে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার, দমকলের চারকর্মী, পুলিশের এক কর্মকর্তা এবং আরপিএফের একজন রয়েছেন। সবাইকে রাত পর্যন্ত শনাক্ত করা যায়নি।

রাত ১টার দিকে এসএসকেএম হাসপাতালে নয়টি মরদেহ নেওয়া হয়। হাসপাতালে মৃতদের কয়েকজনের পরিবারের লোকজনও এসে পৌঁছন। রেলের ডেপুটি সিসিএম পার্থসারথি মণ্ডলের দেহ শনাক্ত করেন তার মেয়ে ও জামাই।

সোমনাথ চক্রবর্তী বলেন, ‘স্যার প্রতিদিনই সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নিচে নেমে আসতেন। আজ আগুন লাগার কিছুক্ষণ পর থেকেই স্যারকে ফোন করতে শুরু করি। কিন্তু ফোনে পাইনি।’ পুলিশ কর্মকর্তা অমিত ভাওয়ালের মরদেহও রাতেই শনাক্ত হয়।

ঘটনাস্থলে পরিদর্শন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রেলের অনেক পুরনো ভবন। ভয়াবহ দুর্ঘটনা। আগুন নেভাতে আসা সাতজনের দেহ (তখন পর্যন্ত) পাওয়া গেছে। মৃত সংখ্যা আরও বাড়তে পারে। এখনও দুইজনের খোঁজ চলছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। তিনি আরও বলেন, খুবই দুঃখজনক ঘটনা। মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। সবাই খুব লড়াই করে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী জানিয়েছেন, তিনি রাতে দমকল ও পুলিশ অফিসারদের সঙ্গে ১৩ তলায় উঠে নিজে মরদেহ দেখে এসেছেন। ১৩ তলায় পৌঁছে লিফটের দরজা খোলার পর আগুনে ঝলসে পুড়ে যান তারা। আমরা উপরে ওঠে দেখি, লিফটের মধ্যেই পাঁচজনের মরদেহ পড়ে রয়েছে। বাইরে পড়েছিল আরও দুইজনের দেহ।

এছাড়াও একজন আরপিএফ, একজন হেয়ার স্ট্রিট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। একজনকে চিহ্নিত করা যায়নি। এছাড়া রেলের দুই কর্মী আহত হয়ে শিয়ালদহে বি আর সিংহ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিকভাবে রেল সূত্রে জানা গেছে, ১৩ তলায় এসি ফেটে আগুনের ঘটনা ঘটে।। পাশের এলআইসি বিল্ডিংয়ের ক্যান্টিন কর্মীরা প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তখন প্রায় ৫০০ জন অফিসে ছিলেন বলে রেল সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগার চার ঘণ্টা বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। সন্ধ্যা থেকেই ভেতরে অন্ধকারে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে খবর ছড়ায়।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap