শিরোনামঃ

আজ বুধবার / ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৪শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:৫১

ইউনিক আইডি প্রদান উপলক্ষে শিক্ষার্থী প্রোফাইল ও ডেটাবেইজ তৈরী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ-

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শিক্ষা নগরী হিসেবে অধ্যুষিত সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরী এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দুদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ গতকাল (১১ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আইসিটিতে অভিজ্ঞ একজন শিক্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উপস্থিত ছিলেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী (এমপি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ১১নং তেতুলিয়া ইউপি চেয়ারম্যান সুনিল কুমার সাহা, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়।
উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ জন প্রতিষ্ঠান প্রধান ও ৩০ জন আইসিটি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ শিক্ষকদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক বলেন, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক বাস্তবায়নাধীন এস্টবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিষ্টেম ( আইইআইএমএস) শীর্ষক প্রকল্পের মাধ্যমে সিভিল রেজিষ্টেশন এন্ড ভাইটাল স্টেটিসটিকস (সিআরভিএস) ব্যবস্থার আলোকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (ইউআইডি) নামক একটি ডিজিটাল আইডি কার্ড প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সে সঙ্গে এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ইতিমধ্যে ডেটাবেইজ প্রণয়ন ও নির্ধারিত ছকের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক ও শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক তথ্য ফরম সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীদের নিকট হতে তথ্য ফরম সংগ্রহের পর তথ্য ডেটা এন্ট্রি করণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আইসিটিতে অভিজ্ঞ একজন শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের কথা থাকলেও কোভিড-১৯ অতিমাত্রার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিকট তথ্য ফরম সরবরাহ ও তা পূরণের পর জমা নেওয়া বিঘ্নিত হওয়ায় উক্ত কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সতর্কতার সাথে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক তথ্য ছক পূরণ করার নিদের্শনা রয়েছে বলে জানা যায়”।
তারই ধারাবাহিকতায় চিরিরবন্দর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রনালয় CRVS ব্যবস্থা’র আলোকে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর সহায়তায় শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি এবং UID নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে ২দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০ ঘটিকায় উপজেলা চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়েছে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap