শিরোনামঃ

আজ শুক্রবার / ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৯:১৬

আর মাইয়া মানুষ না “মানুষ “

 ৷৷  নাজনীন নাহার ৷৷ 

বাজান
বাজান গো।
আমারে অহন বিয়া দিয়েন না।
ও বাজান,
আপনে না কইছেন আমারে ডাক্তার বানাইবেন।
আপনের তো টাকা পয়সার অভাব নাই কা,
তাইলে আমারে কেন লেখা পড়া করাইবার চান না।
আপনের কতা তো আমি হুনছি,
আমি তো ভালা রেজাল্টও করছি বাজান।
আমি তো এই বছছর আমাগো স্কুল সেরা রেজাল্ট করছি।
তাইলে কেন আমারে অহন বিয়া দিবেন!

আমি আপনাগো হগগল কতা হুনুৃম।
আমারে তাও এই সময়ে বিয়া দিয়েন না বাজান।
বাজান আমারে পড়বার দেন,
আমি লেখা পড়া করবার চাই আর কিচ্ছু চাই না বাজান।
মা ওমা মাগো তুমি বাজানরে কও মা।
আমারে অহন বিয়া না দিতে।
আমার অহন লেখা পড়া করনের বয়স,
বিয়া করনের তো বয়স হয় নাই মা।

বাজান গো আমি না আপনের মাইয়া।
আপনে কেমনে আমারে এই বিপদে ফালাইবেন।
আমি মাত্র ক্লাস এইটে উঠলাম,
কেমনে আমি একটা সাতাইশ বছছরের বেডার লগে সংসার করুম।
কেমনে আমি লেখা পড়া ছাড়া থাকুম গো বাজান!

মাগো!
মা তুমি চুপ কইরা থাইকো না।
তুমি কিছু কও।
কী কইলা!
ভালা সম্মন্ধ আইছে!
বাজানের মান ইজ্জতের বেপার!
বাজানে বেডাগো কতা দিয়া ফালাইছে!
কেমনে মা।
আমার জীবনের কতা কেমনে আমারে না জিগাইয়া দিয়া দিল!
বাইরের একটা মানুষরে কতা দিছে,
আর তোমার মাইয়ারে যে তোমারা কতা দিছিলা,
কতা দিছিলা ডাক্তার বানাইবা।
হেইডার কী অইব।

আহ্ বাজান!
আপনে এইডা কী কইলা বাজান!
মাইয়া মাইনষের বেশি কতা নাই!
আমি আপনের কাছে মাইয়া মানুষ হইয়া গেলাম বাজান!
নিজের মাইয়া যহন নিজের বাপের কাছে মাইয়া মানুষ হয়,
তহন আর হেই জীবন জীবন থাকে না।
নিজের বাজান তহন কসাই ইইয়া যায়।

মা!
তুমি আমারে চুপ করবার কও!
তুমি কেমনে কইলা মা,
মাইয়া মাইষেরেরে মাইয়া মানুষ কইছে তো কী হইছে!
হায় রে মা!
আমি তোমার পেডে হইছি!
আমি মাইয়া মাইনসের পেডে আসলে মাইয়া মানুষই হইছি।

আমি আর তোমাগো কাছে কিচ্ছু চাইমু না।
না বাজান,
তোমাগো লাহান মাইনষের লাইগাই বহুত বহুত মাইয়ারা আত্মহত্যা করে।
তোমাগো মানসিকতার লাইগাই আইজও মাইয়ারা ঘরে ঘরে অপমানিত হয়।
স্বামীরা নির্যাতন করে,
সন্তানরা ঘর থাইকা মায়েরে বাইর কইরা দেয়।
এইহানে সেইহানে ধর্ষণ আর জুলুম করে মাইয়াগো উপরে,
এমনেই শেষ হইয়া যায় মাইয়ারা।
কারণ এই দ্যাশে নিজের বাপে মায়ে মাইয়ারে মাইয়া মানুষ ডাকে।

যেই দ্যাশে এহনো নিজের ঘরেই মাইয়ারা নিরাপদ না,
যেই দ্যাশে নিজের বাপে মায় তার মাইয়ার ইচ্ছার দাম দেয় না।
স্বাধীনতা দেয় না,
কথা কইতে দেয় না।
মাথা নিচা করাইরা রাখে,
হেই দ্যাশে মাইয়ারা কুনুদিনও মানুষ হইতে পারে না।
হুদাই মাইয়া মানুষ হইয়া থাকে।
নারী হইতে হইলে আগে নিজের মায়েরে নারী হইতে হইবো,
তাইলে একজন নারীমায়ের সন্তানও নারী হইতে পারবো।

হুনেন বাজান!
আমি জীবন দিয়া হইলেও এইডা পরমাণ কইরা যামু,
আমি মাইয়া মানুষ না;
আমি একজন মানুষ,
হ আমি একজন মানুষ।
বাঁচতে হইলে আমি মানুষ হইয়া বাঁচুম,
আর মাইয়া মানুষ হইয়া না।
বুঝলেন বাজান!
আর মাইয়া মানুষ হইয়া না।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap