আজ বৃহস্পতিবার / ৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৮ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:১৩

আমি তৃতীয় লিঙ্গ

 ৷৷৷৷  ““সেলিনা হোসেন ””৷৷৷৷ 

আমার মা অন্য আট দশটা মায়ের মতো করে
আমায় ধারণ করেছিল তার গর্ভে, হৃদপিন্ড ছুয়ে।
তার বক্ষভেদ করে বাহিরের কোন তাপ,চাপ
আমাকে ছুঁতে দেয়নি।
মায়ের গর্ভ দেশে আমি মাতৃসুধা পান করে
একটু একটু করে কতো রকম যতনে হয়েছি প্রস্ফুটিত।

আমার বাবা মায়ের অনেক দিনের সংসার
তথাপি তাঁদের কোলজুড়ে কোন চাঁদ আসেনি আলো হয়ে।
হঠাৎ করেই আমার অস্তিত্ব জানান দিলো মাতৃগর্ভে;
বাড়িতে নতুন অতিথি আসছে।
আনন্দে আত্মহারা পুরো পরিবার।

একমন মিষ্টি বিলি করেছিল আমার দাদা।
বাবার আনন্দ দেখে মা আমার পেতো প্রশান্তি

শুনেছি মায়ের খেতে খুব কষ্ট হতো
বমি করে ভাঁসিয়ে দিতো ঘরময়।
খুব ব্যাথা করতো গর্ভ জুড়ে।
গাঁ গুলিয়ে আসতো।

কোন কিছুর গন্ধ সহ্য করতে পারতো না।
সকলে যখন আয়েস করে গরম ভাতে মাংস খেতো
তখন
আমার মা শুধু ভাত খেত কাঁচা মরিচ মিশিয়ে;
শুধুই আমার জন্যে, পাছে আমি না খেয়ে থাকি !!

মায়ের যত্নের কোন কমতি রাখেননি বাবা
অনেক কষ্টের বিনিময়ে নয় মাস নয় দিন পরে
আমার জন্ম হয় পৃথিবীর আলোছায়।
চারিদিকে খুশির ফুয়ারা বয়ে যাচ্ছিল।

মাকে বাঁচানো নিয়ে ডক্টরের
খুব বেশি বেগ পেতে হয়েছিলো।
কারন আমার ওজনটা একটু বেশি ছিল
সুস্থ বাচ্চা হয়ে জন্মেছি, তাতেই সকলের আনন্দ।

যখন মাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাবে,
তখন ডক্টর মাকে যা বললো ;
তাতে মা তার জন্যে মোটেও তৈরী ছিল না;
এমনটাতো হবার কথা ছিল না
তবে কেন আমার মায়ের সাথে এমনটা হতে হলো।

ডক্টরের পায়ে পড়ে মা দয়া ভিক্ষা নিলেন;
যে কথা আমায় বলেছেন তা আর কোনদিন
কাওকেই বলবেন না, কথা দেন আমারে!!!
ডক্টর আশস্ত করলো মাকে ;
বললেন খুব সাবধানে থাকবেন, ভালো থাকুন।

মাকে আর আমাকে বাড়িতে নিয়ে আসা হলো।
বাড়িময় যে আনন্দের বন্যা বয়ে ছিলো।
আর মা আমাকে ভালোবাসার চাদরে আগলে রেখেছিল,
পাছে কেও বুঝতে পারে সেই ভয়ে।

কাউকেই আমার কাছে ঘেসতে দিতো না।
সকল কিছুই মা নিজ হাতে করতো।
এমনি করে দিন গুলো ভালোই যাচ্ছিল।
আমি সকলের আদরে বড় হচ্ছিলাম।

বাধ সাধলো যখন আমার বয়স বারো তে পড়লো,
দেখতে আমি মাশাআল্লাহ খুব সুন্দর
আমার গায়ের রং উজ্জ্বল,
সুঠাম দেহ,বেশ লম্বা চৌড়া কাঁধ।
শুধু আমার সব কিছু ছাড়িয়ে গেল
আমার বক্ষ পরিবর্তনে।

মা সারাক্ষণ ভয়ে থাকতো,
একদিন আমায় বললো
বাবা তুমি কিন্তু কারো সামনে
তোমার শার্ট খুলবে না
আমি বলতাম কেনো মা!!!

মা আমাকে বললো
কারো সামনে পোশাক বদল করা ভালো নয়,
অন্যের নজর লাগে তাই।
তুমি এই পরিবারের একমাত্র ছেলেতো।

আমি একদিন প্রশ্ন করলাম,আচ্ছা মা
আমার বুকটা বাবা দাদার মতো না কেনো।
মা আমাকে বললো,হরমোনের জন্য একেক জনের
একেক রকম হয়, এটা কোন ব্যাপার নয়।

সেদিন ছিল ছুটির দিন,
সকলে বাসায় ছিল, আমি পড়ছিলাম।
সামনে আমার পি এস সি পরীক্ষা ।
আর মা দুপুরের খাবার বানাতে ব্যস্ত রান্না ঘরে।

সমানে বেল বাজিয়ে যাচ্ছে
দাদা আমায় বললো দাদা ভাই দরজা খোলোতো।
মায়ের কড়া বারণ দরজা খোলা যাবে না।
এদিকে দাদার হাক
সব কিছুই মিলিয়ে আমি বাধ্য হয়ে
দরজা খুলে দিয়ে ফিরে আসার সময়,
একজন হিজরা আমার দিকে
কেমন করে যেন তাকালো।
আমি ভয়ে দৌড়ে মার কাছে চলে গেলাম।
সেদিনের মতো হয়তো বেঁচে ছিলাম
কিন্তু আমার জীবনটা যে এভাবে বদলে যাবে
ভাবিনি কোনদিন আমি।

বেশ কিছুদিন পরে হিজরার দল আবার এলো
আর আমায় ডেকে পাঠালো।
মার বাঁধা সেদিন আমাকে বাঁচাতে পারেনি।
মা চিৎকার করে কাঁদছে আর বলছে
আমার সোনার মানিককে আমি কোথাও যেতে দেবো না।

আর তারা আমাকে না নিয়ে যাবে না।

আমার দাদা ভাই বললো যে তোমরা যা বলছো
তা যদি সত্যি হয় আমি নিজে তোমাদের হাতে তুলে দেবো।সকলের সামনে আমার বেজ্জতি বস্ত্রহরন করা হলো
স্বহাস্যে বলল তারা “দেখেন,দেখেন তো
আমরা মিথ্যা বলছি কিনা”।

সেই দিনটাই ছিল আমার আর আমার মায়ের
শেষদিন আমারই নিজের বাড়িতে।

আমার নানার বাড়ির অবস্থা খুব ভালো ছিলো
তাই মা ওদের হাতে পায়ে ধরে
আমাকে নিয়ে নানা বাড়িতে থাকা শুরু করলো।

আমার মামা আমাদের খুব ভালো বাসতেন
তিনি আমাদের দেশের বাইরে যাবার ব্যাবস্থা করে দিলেন
সেদিন হিজরার দলও মাকে সাহায্য করেছিলো সর্বচ্চোভাবে
তারাও আমার স্বজন, ছিলো আজও তারা স্বজন।

আমি এখন নাম করা বিজ্ঞানী।
পৃথিবীর জুড়ে সুনাম আমার।

আমি হয়তোবা কার বাবা হতে পারিনি
কিন্তু তাতে আমার কোন কষ্ট নেই,
কারন আমার মা তো আমায় বাবা বলে ডাকে।
আমার মা, আমার পুরোটা পৃথিবী।

আমি তৃতীয় লিঙ্গ বলছি।
আমি কারো স্বামী বা স্ত্রী হতে পারিনি,
পারিনি কোন সন্তান জন্ম দিতে।
তাতে কি সকল ছেলে কি বিয়ের স্বাদ পায়!!!
সকল মেয়ে কি স্বামীর ভালোবাসা পায়!!!

সব মায়েরা কি আমার মায়ের মতো
সন্তানকে ভালোবেসে সকল যন্ত্রনা থেকে
আগলে রাখতে পারে!!!পারে কি?

সকল সন্তান কি সত্যি কারের ভালো মানুষ হতে পারে?
মানুষের রুপে জন্ম নিলেই কি মানুষ হতে পারে সকলে?

মানুষ হতে হলে আরাধ্য লাগে,
যা সব পরিবারের সন্তানেরা পারে না।

সবাই পায় না,আমার মায়ের মতো জগৎতের সেরা মা।
মমতাময়ী মা, কঠোর শাসনে প্রতিষ্ঠিত করতে;
মমতার আদলে সকল বিপদ থেকে রক্ষা করতে
পারে কি সকল পরিবার!!!

তাই আমার আর কোন দুঃখ নাই।
আমার আছে মা জগৎ জুড়ে নাই তার কোন তুলনা।
আমি সত্যি কারের মানুষ হতে পেরেছি।
এই জগতটাকে ভালোবাসতে পেরেছি
এ জগতের মানুষকে ভালোবাসতে পেরেছি
সব,সব কিছুকে ভালোবাসতে পেরেছি।

আমি তৃতীয় লিঙ্গ বলছি!!!
এটা বলতে আমার এখন অহংকার হয়,
বুকটা ফুলে উঠে গর্বে
আমি আমার মায়ের সন্তান
আমি বিশ্ব জননীর সন্তান।
আমি একজন সত্যি কারের মানুষ
এটাই আমার পরিচয়।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap