শিরোনামঃ

আজ শুক্রবার / ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৯:১১

আটঘরিয়ার ৩ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী উপস্থিতি ৯৭.৯৩ শতাংশ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ৩ কেন্দ্রে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে মোট ৩০৯৬ জনের মধ্যে অংশগ্রহণ করে ৩০৩২ জন এবং অনুপস্থিত ছিল ৬৪ জন।

প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় কোন বহিষ্কার নাই। সকাল ১১.০০টা থেকে সকল কেন্দ্রে ২ ঘন্টা ব্যাপী পরীক্ষা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়।

কেন্দ্র সূত্রে জানা গেছে, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ স্কুলের মোট সাধারণ পরীক্ষার্থী ১১০৯ ও ভোকেশনাল পরীক্ষার্থী ২৯৯ মিলে মোট ১৪০০ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১৩৭৭ জন, অনুপস্থিত ২৩ জন। দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮ স্কুলের মোট ১২১৬ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১২০১ জন, অনুপস্থিত ১৫ জন।

অপরদিকে চাঁদভা সিনিয়র মাদরাসা কেন্দ্রে ১৬ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী মোট ৪০০ জনের মধ্যে অংশগ্রহণ করে ৩৭৪ জন, অনুপস্থিত ২৬ জন।

প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবেই শেষ হয় এবং কোন কেন্দ্রে বহিষ্কার করা হয়নি।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap