স্বাধীন খবর আন্তজার্তিক ডেস্ক : ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবিতে যাওয়ার পথে ১৫৭ জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে।
এক বিবৃতিতে ইথিওপিয়ার এয়ারলাইন্স জানায়, স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ৩৮ মিনিটের দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর আদ্দিস আবাবার প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণে বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন।
বিবৃতিতে বলা হয়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে এবং তাদের কাছে জীবিত বা হতাহতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত তথ্য নেই।
এদিকে এ দুর্ঘটনায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।