মাসুদ রানা, আটঘরিয়া, (পাবনা) : হাউ খেলায় মেতে উঠেছেন দল বেঁধে এক ঝাঁক ছাত্র। খেলছেন আনন্দের সাথে হাউ খেলা। কাউর মুখে হাসি আবার কাউর মুখে গুটি সাজানোর আনন্দ। এভাবেই একটি টেনিসবল হাতে নিয়ে দাঁড়িয়ে টপকি আছেন গুটি গুলো ভাঙ্গার জন্য। সাতটি গুটি (খাপড়া) মাঁঝ খানে একটির পর একটি সাড়ি করে তাল গাছের মত সাজিয়ে রেখেছেন তারা।
দুইটি গ্রæপে সাতজন করে খেলছেন এই হাউ খেলায়। ভাঙ্গতে পারলেই দৌড় দিয়ে এলামেলো হয়ে যায় তারা। অপর দল ভাঙ্গা গুটি বা খাপরা গুলো আবার সারি করে সাজানো চেষ্টা করে। বল হাতে রাসেল ছুরে মারছেন প্রতিপÿ দলের খেলোয়ারদের গাঁয়ে। এভাবেই সাতজনকে গুটি গুলো সাড়ি করার আগে বল ছুরে মারতে পারলেই তারা জিতে যাবেন। সারি করতে না পারলে অপর পÿ হাউ খেলায় হেরে যাবে।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, দেবোত্তর কবি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর রাসেল, রবিন, রিয়াদ, ফারদিন, নাফিউল, শিখর, অমিত, কাশিম, অন্তর, নাহিদ, রাকিব টিফিনের ফাঁকে উক্ত বিদ্যালয় মাঠে এই হাউ খেলায় মেতে উঠেন ।