সুজানগর, পাবনা : সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক দখল করে বসছে পাট ও পেঁয়াজের হাট। এতে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের পাশা-পাশি সড়কে চলাচলকারী যানবাহনের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বাজারে রয়েছে চরম জায়গা সঙ্কট। সেকারণে পৌর বাজারের প্রধান সড়ক দখল করে পাট ও পেঁয়াজের হাট বসানো হয়। বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল করিম বলেন বুধবার ও রোববার হাটবারের দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই সড়ক দখল করে পাটের হাট বসানো হয়। এ সময় বাজারে আগত সাধারণ ক্রেতা-বিক্রেতাসহ ওই সড়কে চলাচলকারী বাসসহ বিভিন্ন যানবাহনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় সড়ক দখল করে পাট ও পেঁয়াজের হাট বসানোর কারণে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। এতে বাসের যাত্রীদের পাশাপাশি বাজারে আগত ক্রেতা-বিক্রেতার চরম দুর্ভোগে পড়েন। তাছাড়া বাজারে জায়গা সঙ্কটের কারণে পাট ও পেঁয়াজ বিক্রেতাদেরও দুর্ভোগের শিকার হতে হয়। ভুক্তভোগী পাট চাষী বিল্লাল হোসেন বলেন, বাজারে জায়গা সঙ্কটের কারণে অনেক সময় পাট বহনকারী যানবাহনের ওপর রেখেই তা বিক্রি করতে। এ ব্যাপারে পৌর সচিব গোলাম নবী বলেন জনগণের দুর্ভোগ লাঘবে শিগগিরই পাট ও পেঁয়াজ হাট অন্যত্র স্থানান্তর করা হবে। |