শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় ভোর ৫:৫১

স্বাধীনতা বিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসতে চায়…নুরুজ্জামান বিশ্বাস এমপি

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনা-৪ আসনের সাংসদ সদস্য আলহাজ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসতে চায়। তাই দেশে ৭১ এর মতো ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, উন্নয়নের প্রথম শব্দ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের শেষ বারের মতো পরাজিত করে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণমুক্ত সেনার বাংলা গড়ে তুলবো ইনশাআল্লাহ। গত ৩ফেব্রুয়ারি দুপুরে আটঘরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর বৃন্দুদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে তিনি একথাগুলো বলেন। আটঘরিয়া পৌর সভার আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত মেয়র ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।

বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, উপ-পরিচালক স্থানীয় সরকার পাবনা শাখার মোখলেছুর রহমান, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহেজাবীন শিরিন প্রিয়া, ঈশ্বরদী পৌর মেয়র ইসহাক আলী মালিথা, সাবেক ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মীনুল হোসেন চঞ্চল, নবনির্বাচিত কাউন্সিলর নিরোদ কর্মকার নিরু, কাউন্সিলর আব্দুল মান্নান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আরিফুজ্জামান, নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ, শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর মিয়া, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসমাইল সরদার, সহ-প্রচার সম্পাদক শেখ আনোয়ার হোসন, দপ্তর সম্পাদক ও আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেলাল উদ্দিন,

জেলা যুবলীগের আহবায়ক কমিটিরে সদস্য আহসানউল্লা, আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারন সম্পাদাক গোলাম মওলা পানাœু, পৌর আওয়ামী লীগের আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম পলাশ, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইন্তাজ আলী, সাধারন সম্পাদক জিন্নাত আলী,

চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম, দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মসলেম উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির, দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদুর রহমান টুলু, পৌর ছাত্রী লীগের সভাপতি বাধন, সাধারন সম্পাদক খাইরুল হাসান নাসিম, আটঘরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, দেবোত্তর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ইব্রাহিম খলিলসহ পৌরসভার কর্মকর্তা,কাউন্সিলরবৃন্দ এলাকার সুধিজন।

 

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap