স্বাধীন খবর ডেস্ক : আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
শনিবার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করা হয়েছিল। কিন্তু শপথের দিনেই ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
পরে এই আসনের পুনঃতফসিল ঘোষণা করে ইসি। সেখানে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।