শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার রিফাত বেকারী নোংরা ও অস্বাস্হ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় আয়োডিন বিহীন লবণ ও ক্ষতিকারক কাপড়ের রং দিয়ে বেকারী পণ্য তৈরী, মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না দেওয়ার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এবং আয়োডীন বিহীন লবণ ও ক্ষতিকর কাপড়ের রং জনসম্মুখে ধবংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দিয়েছেন আদালত। এ ব্যাপারে পেশকার মিলন সরকার জানান,ওই কারখানায় উৎপাদিত কেক, বিস্কুট ও পাউরুটি এর মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও ট্রেড মার্কের লাইসেন্স নেই। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়েছে।