শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ১ম বারের মত জাতীয় ভোটার দিবস ২০১৯ পালিত হয়েছে। শুক্রবার (পহেলা মার্চ) সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে আয়োজিত জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে “ ভোটার হবো ভোট দিব” এই স্লোগান কে সামনে রেখে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব উপ সচিব ইফতেখার উদ্দিন শামীম। এসময় পুলিশের প্রতিনিধি এসআই আনিস,
নির্বাচন অফিসের মোঃ বাবুল আকতার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল হামিদসহ জেলা প্রশাসন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নতুন ভোটাররা উপস্থিত ছিলেন। এর আগে অফিসার্স ক্লাবের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।