শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি : গ্রামীণ ব্যাংক অবসর প্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতি সিরাজগঞ্জ যোন কমিটির আয়োজনে অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী শিউলি মল্লিক এর অকাল মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে হৈমবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবসর প্রাপ্ত প্রিন্সিপাল অফিসার মোঃ ফজলুল বারী এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আফসার আলী।
এছাড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, যোন প্রতিনিধি আব্দুল হাকিম খান, সহ সভাপতি মোঃ মাহতাফ উদ্দিন, উপদেষ্টা কমিটির সদস্য মোঃ জুলহাস উদ্দিন, মোহাম্মদ আলী ও মোঃ রেজাউল করিম প্রমূখ।
স্মরণ সভা শেষে সমিতির বর্তমান কর্মকান্ড এবং অবসর প্রাপ্তদের পাওনা আদায়ের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ যোন কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী শিউলি মল্লিক এর পরিবারের সদস্যদের হাতে সংগঠনের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।