শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ২২শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৫ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি / এখন সময় রাত ৯:৪৪

সিনেমা নিয়ে ব্যস্ত আশনা হাবিব ভাবনা

স্বাধীন খবর ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এছাড়াও তিনি একজন পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী। তার অভিনয় জীবন শুরু করেন ‘নট আউট’ নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক।

পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। ২০১৭ সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে। বর্তমানে সিনেমাতেই নিয়মিত হচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের আসন্ন সিনেমা নিয়ে কথা বলেছেন ভাবনা। জানালেন, সামনে মুক্তি পাঁচ্ছে তার ‘যাপিত জীবন।’ এছাড়াও হাতে রয়েছে আরো তিনটি ছবি। নতুন দুই সিনেমায় যুক্ত হয়েছেন ভাবনা।

সিনেমার শুটিং শুরু প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “নতুন দুই সিনেমার মধ্যে হিমু আকরাম পরিচালিত ‘আলতাবানু জোছনা দেখেনি’ নিয়ে পরিচালকের সঙ্গে কয়েক মাস আগেই কথা হয়েছিল। এ সিনেমায় কলকাতার স্বস্তিকা মুখার্জীও অভিনয় করছেন। অন্য সিনেমাটিতে কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছি। এটি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে সিনেমাটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পরিচালকও আমার খুব পছন্দের।

আশাকরি এটাও একটি ভালো কাজ হবে। শুটিং শুরু করার আগে বিস্তারিত জানাব।” আসন্ন আরো তিনটি সিনেমা সম্পর্কে ভাবনা বলেন, “যাপিত জীবন নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এ ছাড়া রাইসুল ইসলাম অনিকের ‘চারুলতা’র শুটিং করেছিলাম দু’তিন দিন। পুরো কাজই বাকি আছে। ডিসেম্বরের শুরুতে জাফর ফিরোজ পরিচালিত ‘জেনুবিয়া’র শুটিং শুরু হবে মালয়েশিয়াতে।

সদ্যই শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সমর্থন দিয়েছেন ভাবনা। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক প্রত্যাশা অভিনেত্রীর। এ প্রসঙ্গে ভাবনা বলেন, “নতুন সরকারের কাছে এটুকুই চাই যেন আমরা ভালো থাকতে পারি। নিরপেক্ষতা চাই, স্বচ্ছতা চাই, জবাবদিহি চাই, আইনের সুশাসন চাই আর যেসব হত্যাকা- ঘটেছে, সেগুলোর বিচার দেখতে চাই দ্রুত।

যে বা যারা আবু সাঈদসহ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে মারল, সেটার বিচার যেন আমরা স্বচ্ছতার সঙ্গে দেখতে পারি। আমি সাধারণ মানুষ, এর থেকে বেশি কিছু আর কী চাইব।”

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap