মিরাজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয় শিল্পকলা একাডেমীর পরিচালনায় পর্ষদের সম্মানিত সদস্য মনোনীত হওয়ায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলালকে সম্মাননা প্রদান করা হয়েছে । শনিবার (২ নভেম্বর) চাটমোহরে অবস্থিত বড়াল নদীর পাড়ে, বড়াল বিদ্যা নিকেতন স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রফিবুর রহমান টুকুন, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, সাবেক মেম্বার আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক হাবিবুর রহমান, বিপ্লব আচার্য বড়াল রক্ষা আন্দোলন কমিটির সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।