আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত- ইসলাম মোলøার ছেলে কুয়েত প্রবাসী আব্দুস সাত্তার গত মঙ্গলবার কুয়েত আখের আব্বাসী এলাকায় স্ট্রোকে মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৪৫) বছর। তিনি স্ত্রী ছেলে মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকার সর্ব¯Íরের সাধারন মানুষ।
পরিবার সূত্রে জানা গেছে, গত দুমাস হলো সে কুয়েত মোনাফী আল খায়ের কোম্পানীতে কাজ করতেন। গত মঙ্গলবার কুয়েত সময় রাত সাড়ে ৮টার দিকে এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সে মারা য়ায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।