জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) : ভোটারদের কাছে আমি ঋণী, আপনাদের মূল্যেবান ভোট দিয়ে আমাকে নির্বাচনে জয়যুক্ত করেছেন। আমি জানি এ ঋণ পরিশোধ যোগ্য নয়, তারপরও আমার কর্মের মাধ্যমে আমি আপনাদের ঋণ যতটুকু পারি পরিশোধ করতে চাই। জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষার ক্ষেত্রে মায়েদের ভূমিকা অপরিসীম।
শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা একটু সচেতন হলে ছেলে-মেয়েরা সহজেই পড়াশুনার প্রতি মনোযোগি হবে কারণ আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে। পাবনার চাটমোহরে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুল হামিদ মাষ্টার।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মো. আবু তালেব মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন,
উপজেলা সহকারি শিক্ষা অফিসার ফরিদুজ্জামান, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ পরিচালক আকতার হোসেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মোছাঃ জান্নাতুল ফেরদৌস, সহকারি শিক্ষক আবু শামীম মোঃ মোজাহারুল ইসলাম, রাশিদা খাতুন প্রমুখ।
এসময়ে ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম আব্দুল ওয়াহেদ, স্বাধীন খবর ডটকম অনলাইন পত্রিকা সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ আওয়ামীলীগের নেতাকর্মীসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।