ভাঙ্গুড়া (পাবনা) : বিশ্বজুড়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর সারাদেশে বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। নিয়ম অনুযায়ী এদিন দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পাতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। তবে পাবনা ভাঙ্গুড়া উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন ও কালো পতাকা উত্তোলন করা হয়নি।
বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় দিয়ে এ চিত্র দেখা গেছে। উপজেলা নির্বাচন কমিশন অফিস, শিক্ষা অফিস, মৎস্য অফিস, পৌর ভূমি অফিস, বড়াল কিন্ডারগার্টেন স্কুল, মৌলিক ব্যবস্থাপনা সংস্থা (বি.এম.এস), দিশা অফিস, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কার্যালয়ে জাতীয় পতাকা দেখা যায়নি।
অনেক স্থানে পতাকা উত্তোলন করা হলেও তা অর্ধনমিত রাখা হয়নি। সরকারের নির্দেশ অমান্য করে সরকারি, বেসরকারি এসব কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়নি। কেনো পতাকা উত্তোলন করা হয়নি, এমন প্রশ্নে প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা নানা অজুহাত দেখিয়েছেন।
জানতে চাইলে উপজেলা মৎস্য অফিসার আব্দুল মতিন বলেন, ‘অফিস ভবনের সামনে পতাকা উঠানোর পাইপ না থাকায় পতাকা উত্তোলন সম্ভব হয়নি।’ পৌর ভূমি সহকারি অফিসার আব্দুল আজিজ বলেন, ‘ব্যস্ততার কারণে বিষয়টি মনে ছিলো না। এখন উত্তোলন করেছি।’
বড়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘এটা তো হওয়ার কথা না। বিষয়টি এখনি দেখছি বলে ফোন লাইন কেটে দেন তিনি।’ এনডিপির কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে মেহেরপুর এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’ তবে নির্বাচন অফিস, শিক্ষা অফিস, বি.এম.এস অফিসে মোবাইলে ও ফোনে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায় নি।
জানতে চাইলে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাছুদুর রহমান বলেন, জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে উপজেলার সকল কর্মকর্তাদের অবগত করা হয়েছে। উত্তোলন না করার বিষয়ে আমি অবগত নয়। বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।