শিরোনামঃ

আজ শনিবার / ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৫ই জমাদিউস সানি ১৪৪৬ হিজরি / এখন সময় ভোর ৫:৪৭

রায়গঞ্জে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের প্যারাকাউন্সেলরদের দিনব্যাপী ওরিয়েন্টেশন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের প্যারাকাউন্সেলরদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের প্যারাকাউন্সেলরদের নিয়ে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী ওরিয়েন্টেশন ধানগড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

আরএসসি ম্যানেজার সিরাজগঞ্জ মোঃ আব্দুল মাজেদ এর পরিচালনায় ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার মোঃ আব্দুল মান্নান, ৬নং ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, ইউপি সদস্য গাজী আব্দুল হামিদ সরকার, ফিল্ড অর্গানাইজার মোঃ সুজন হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯টি ইউনিয়নের ২জন করে মোট ১৮জন প্যারাকাউন্সেলর।
উল্লেখ যে, প্রত্যাশা প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে এবং আইওএম এর সাথে পার্টনারশীপের ভিত্তিতে ব্র্যাক মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে। অভিবাসনে সু-শাসন নিশ্চিতকরণ এবং বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরনে সহায়তা করাই প্রত্যাশা প্রকল্পের মূল লক্ষ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap