আজ [bangla_day] / [bangla_date] / [bangla_season] / [english_date] / [hijri_date] / এখন সময় [bangla_time]

রাবিতে প্রাণিবিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) প্রাণিবিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম।
অলিম্পিয়াডে ‘ক’ গ্রæপে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিÿার্থী এবং ‘খ’ গ্রæপে আন্ডার গ্রাজ্যুয়েট ও গ্রাজ্যুয়েট শ্রেণীর শিÿার্থীরা অংশ নেন। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের প্রায় ২ শতাধিক শিÿার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে ক গ্রæপ থেকে চ্যম্পিয়ন হয়েছে রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজ এবং খ গ্রæপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববদ্যিালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।
অনুষ্ঠানের কনভেনর ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হাবীবুর রহমান বলেন, প্রাণিবিদ্যার জ্ঞানের প্রসারতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে তা জানার প্রতিযোগিতাও বেড়ে চলেছে। তবে কলেজ শিÿার্থীদের প্রাণিবিদ্যা সম্পর্কে তেমন জানাশোনা নেই। তাই শিÿার্থীদের নিকট এই বিষয়ের গুরুত্ব জানাতে আমরা এই অলিম্পিয়াডের আয়োজন করেছি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*