রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জঙ্গীবাদ ও ধর্মীয় উগ্রবাদ রোধে যুব সমাজের প্রভাব’ বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স কনফারেন্স কÿে এই সেমিনারের আয়োজন করেন ইয়ুথ সার্কেল। ইয়ুথ সার্কেলের সভাপতি কেএএম আসাদ আল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।
বিশেষ অতিথি ছিলেন এএসপি আবুল কালাম আজাদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, এস এ টিভির রাজশাহী ব্যুরো জিয়াউল গণি সেলিম প্রমুখ। এসময় সেমিনারে জঙ্গীবাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন এএসপি আবুল কালাম আজাদ। তিনি বলেন, মানুষের জীবনে ভারসাম্য জরুরী। যখন কোন ভারসাম্য না থাকে তখন মানুষ একদিকে ঝুঁকতে থাকে। এর ফলে অনেক সময় জঙ্গীবাদে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, ধর্মকে সঠিকভাবে জানতে হবে। ধর্মকে ব্যবহার করে কতিপয় মানুষ জঙ্গী ও উগ্রবাদকে বেছে নিচ্ছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে।
পরে সেমিনারে জঙ্গীবাদে সতর্কতার বিষয়ে ৩ টি শর্টফিল্ম Ñ বিভ্রান্ত, অন্ধকূপের পথিক, গ্রান্ডমাস্টার’ দেখানো হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন সিসিডি বাংলাদেশ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।