শিরোনামঃ

আজ শুক্রবার / ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ / বসন্তকাল / ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ / ১৯শে রমজান ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৮:৫০

রাবিতে ‘একদিন স্বপ্নের দিন’ উদযাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) সার্বজনীন শিশু দিবস উপলÿে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘একদিন স্বপ্নের দিন’ উদযাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ ফাউন্ডেশন’ এর আয়োজনে বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।

সংগঠনটিন সভাপতি খন্দকার মার্জান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হোসাইনের পরিচালনায় উদ্বোধকের বক্তব্যে ছাত্র উপদেষ্টা বলেন, শিশুদের মৌলিক অধিকার যথাযথ ভাবে পূরণের মাধ্যমেই গড়ে ওঠবে সোনার বাংলা। আর তারই অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নত করার লÿে কাজ করে যাচ্ছে নবজাগরণ ফাউন্ডেশন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম, সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যÿ ড. আমিনুল ইসলাম, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যÿ ড. মো. জুলকার নায়েদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতান মাহমুদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম প্রমুখ।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদÿিণ করে শেখ রাসেল মডেল স্কুল মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। এরপর বিকেল সাড়ে ৩টায় বিশ^বিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করেন তারা।
উলেøখ্য, ২০১২ সালে কিছু স্বপ্নবাজ তরুণদের হাত ধরে যাত্রা করে নবজাগরণ ফাউন্ডেশন। এর দুই বছর পর নবজাগরণ বিদ্যানিকেতন নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। যেখানে পথশিশুদের প্রাথমিক শিÿা দেয়া হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap