শিরোনামঃ

আজ বুধবার / ২৮শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ১৩ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি / এখন সময় সকাল ৮:০৯

রাবিতে আইবিএ গ্রাজুয়েশন উৎসব ৮ ডিসেম্বর

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর ৫ম গ্রাজুয়েশন উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টায় আইবিএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. এ কে শামসুদ্দোহা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চারটি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যাচের মোট ৪৪০ জন গ্রাজুয়েটস অংশ নেবেন। এক্সিকিউটিভ এম.বি.এ’র ১০৬ জন, সান্ধ্যকালীন এম.বি.এ’র ৮৫ জন, দিবাকালীন এম.বি.এ’র ১১৭ জন, বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য এম.বি.এ প্রোগ্রামের ১৩২ জন।

এর মধ্যে বিভিন্ন ব্যাচের ১২ জনকে স্বর্ণপদক দেওয়া হবে। স্বর্ণপদতকপ্রাপ্ত গ্রাজুয়েটসরা হলেন, এক্সিকিউটিভ এম.বি.এ ব্যাচের আশরাফ দাদ খান, মনিরুজ্জামান, মাহমুদুল ইসলাম, সান্ধ্যকালীন এম.বি.এ ব্যাচের শামীম তালুকদার, এবিএম শাকেরুজ্জামান, বিপাশা ইসলাম, দিবাকালীন এম.বি.এ ব্যাচের মাকসুদা আক্তার, আব্দুল লতিফ, ইয়াসির আরাফাত এবং এম.বি.এ ফর বিবিএ গ্র্যাজুয়েটস ব্যাচের সাদিয়া মুমতাজ, শাওন আকন, রিফাত আরা।
গ্রাজুয়েশন উৎসবটি ৮ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলি, রাবি প্রোভিসি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যÿ অধ্যাপক এ কে এম মো¯Íাফিজুর রহমান আল-আরিফ। এছাড়া স্বাগত বক্তব্য রাখবেন আইবিএ পরিচালক অধ্যাপক ড. এ কে শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইবিএ অধ্যাপক ড. মু. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. হাছানাত আলী, সহযোগী অধ্যাপক ড. মো, শরিফুল ইসলাম, প্রভাষক মুণাল কান্তি পাল।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap