মিজান তানজিল, পাবনা : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, গত দশ বছরে দেশের ন্যায় পাবনায়ও যোগাযোগ খাতের উন্নয়নে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। প্রতিবন্ধকতাহীন ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডের ফলে বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে দেশের রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর সর্বাগ্র গুরুত্ব দেওয়া হয়েছিল সারা দেশের যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে। তার ধারাবাহিকতায় সারা দেশে সকল ক্ষেত্রে উন্নয়ন করে চলছে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমপি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাতে দেশে যে উন্নয়ন হয়েছে, সেই সাথে আইন শৃঙ্খলারও উন্নয়ন হয়েছে।
গতকাল শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার বেতেপাড়া একটি রাস্তার মেরামত কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক মোস্তাফিজুর রহমান সুইট,উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক হিরক হোসেন,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন,সাবেক ছাত্রলীগেনর নেতা সরদার স্বপন আহমেদ, ফিরোজ খানসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।