শিরোনামঃ

আজ শনিবার / ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৫ই জমাদিউস সানি ১৪৪৬ হিজরি / এখন সময় রাত ৪:৪২

মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

ঈশ্বরদী প্রতিনিধি : সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০% কোটা পুর্নবহালের দাবিতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ব্যানারে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঈশ্বরদী শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঈশ্বরদী শাখার সভাপতি আব্দুর রহমান মিলনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মো¯Íফা চান্না মন্ডল,মোহাম্মদ রশিদুল্লাহ, হবিবুল ইসলাম হব্বুুল,ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ড,সাবেক সভাপতি মো¯Íাক আহম্মেদ কিরণ,সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের আবুল কালাম আজাদ, এমদাদুল হক, জুবাইদা নাসরিন, তৌহিরুল ইসলাম,পলাশ মাহমুদ, তহুরুল ইসলাম ও মিজানুর রহমান আরিফ প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু,আনোয়ার হোসেন,তহুরুল মোল্লাসহ শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মুক্তিযোদ্ধারা সন্তানরা বলেন, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। কোটা বাতিলের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে হেয় করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে ধরে রাখার জন্য কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। এজন্য আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হ¯Íÿেপ কামনা করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap