চাটমোহর অফিস : ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম’আ ঐতিহাসিক শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহী মসজিদের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, মুফতি মওলানা মাহমুদ হাসান, মডেল মসজিদের খতিব মুফতি মওলানা মাহদি হাসান খান, বিএনপি নেতা নুরুল করিম খান আরজ, তৌহিদুল ইসলাম তাইজুল, শেখ জাবের আল শিহাব, হাফেজ মোঃ সোলাইমান হোসেন, মোঃ হাসানুজ্জামান সবুজ, ইমরান হোসেন প্রমুখ। বক্তারা ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারকে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।