চাটমোহর (পাবনা) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ জন। ১০ জনের মধ্যে ৩ জন একই পরিবারের আপন ভাই বোন। এরা হলেন, বিশিষ্ট শিল্পপতি ও জিয়া সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা, চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র মো. হাসাদুল ইসলাম হীরা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারন সম্পাদক মোছাঃ আরিফা সুলতানা রুমা।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি রাজনৈতিক অঙ্গনে তারা তিন জনই ভালো পারফমেন্স অর্জন করেছেন। হাইকমান্ড তাদেরকে মনোনয়ন দিবে বলে আশাবাদী। বিলবোর্ড, ফেস্টুন, ব্যানারসহ অন্যান্য নির্বাচনী প্রচারণা অপসারণ হলেও ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। বিএনপি থেকে কে মনোনয়ন পেলে এ আসন থেকে বিজয়ী হতে পারবে চা-স্টল ও বাজার ঘাটে চলছে সমালোচনার ঝড়।